হিমালয়ের পার্শ্ববর্তী জেলা হওয়ার শীতের প্রকোপটা বেশীই থাকে ঠাকুরগাঁওয়ে। তীব্র শীতে এতিম, অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র নিয়ে উপস্থিত হয়েছেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমান।
গতকাল (২৪ জানুয়ারি) সোমবার রাতে সদর উপজেলার জামালপুর ইউনিয়নের জামিয়া আরাবিয়া নূরে মাদীনা ক্বওমী মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ বোডিং এ প্রায় ৫০ জন এতিম শিশুর মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন জেলা প্রশাসক আবু তাহের মো. শামসুজ্জামান।
এর আগে তিনি আরো ১১ টি মাদরাসার ৭শত শিশুর মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন।এসময় কম্বল পেয়ে মাদ্রাসার শিশুরা প্রধানমন্ত্রীর সুস্থততা কামনা করে মোনাজাত করেন ও সুস্থতা কামনায় মিলাদ পড়েন।
ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমান বলেন, তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত। সমাজের অসহায়, এতিম ও ছিন্নমূল মানুষের জন্য অনেকটা কঠিন হয়ে দাঁড়িয়েছে।
আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি সমাজের শীতার্ত মানুষের সহযোগিতা করার। সেই ধারবাহিকতায় মাদ্রাসার এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হল।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF