প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে টাঙ্গাইল জেলার ১২টি উপজেলার ৩৪৯টি ভুমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমিসহ নতুন ঘরের চাবী ও কবুলিয়ত দলিল হস্তান্তর করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল (২১ জুলাই) বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন।
টাঙ্গাইল জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর (৫) আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন, জেলা পরিষদের প্রশাসক ফজলুর রহমান খান ফারুক, জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি, পৌর মেয়র সিরাজুল হক আলমগীর, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, সদর উপজেলার ইউএনও, এসিল্যান্ড'সহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, উপকারভোগীগন ও আমন্ত্রিত ব্যক্তিবর্গ। প্রধানমন্ত্রী কর্তৃক ঘর প্রদান কার্যক্রম উদ্বোধনের পর উপকারভোগীদের হাতে প্রধানমন্ত্রীর পক্ষে নতুন ঘরের চাবী ও জমির কবুলিয়ত দলিল হস্তান্তর করেন অতিথিগণ।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright © 2025 বাংলাদেশ প্রতিদিন খবর. All rights reserved.