আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় ৩য় পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক নরসিংদী জেলার রায়পুরা উপজেলার ৩৭ ভূমিহীন ও গৃহহীন পরিবারদের মাঝে জমি সহ গৃহ হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশের সঙ্গে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন।
নরসিংদী জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে ও রায়পুরা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা গণমিলনায়তনে গৃহ হস্তান্তর কার্যক্রমের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুম, জনস্বাস্থ্য অধিদপ্তর নরসিংদীর প্রকৌশলী সরদার সামসুল আলম, নরসিংদী এলজিইডি এক্সেন খন্দকার আসাদুজ্জামান, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুস ছাদেক, রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আজগর হোসেন, রায়পুরা পৌর মেয়র জামাল মোল্লা, উপজেলা আ.লীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আফজাল হোসাইন, সহকারী কমিশনার (ভূমি) মো: সাজ্জাত হোসেন, রায়পুরা থানার অফিসার ইনচার্জ আজিজুর রহমান, সাংবাদিক, জনপ্রতিনিধি, শিক্ষক সহ উপকার ভোগী ভূমিহীন পরিবারের সদস্যবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright © 2025 বাংলাদেশ প্রতিদিন খবর. All rights reserved.