টাঙ্গাইল জেলা শাখা আইনজীবী সহকারী (অ্যাডভোকেট র্ক্লাক) সমিতির সাধারণ সস্পাদকসহ ১২ জনের নামে মিথ্যা মামলা প্রত্যাহারে দাবিতে মানববন্ধন করা হয়েছে।
বুধবার(২০ জুলাই) দুপুরে আইনজীবী সহকারী সমিতির সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে পাঁচ শতাধিক আইনজীবী সহকারী অংশ নেন।
মানবন্ধন চলাকালে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা আইনজীবী সহকারী সমিতির সভাপতি মো. শাজাহান মিয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মির্জা কামাল হোসেন,সাবেক সভাপতি মো. ফরহাদ হোসেন, মো. নুরুল হক, মো. আব্দুল মান্নান সিকদার,সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দিন মিঞা, মো. আব্দুস ছালাম সিনিয়র সদস্য আবু বক্কর সিদ্দিক, হিসাব রক্ষক স্বপন কুমার, সদস্য আলেয়া আক্তার, বিথি ও সুমি বেগম প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ঘুষের টাকা লেনদেন নিয়ে আইনজীবী সহকারী সমিতির সাধারণ সম্পাদকসহ ১২ জনের নামে মিথ্যা মামলা
প্রত্যাহারের দাবি জানান। দাবি না মানলে পরবর্তীতে আরো কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন তারা।
উল্লেখ্য, গত ২৩ জুন এফিডেফিটের কাজ সম্পন্ন নিয়ে আদালতের কর্মচারীদের সাথে আইননজীবী সহকারীদের হাতাহাতির ঘটনা ঘটে। পরবর্তীতে জারীকারক মোহাম্মদ আজিজুল হক বাদি হয়ে সাধারণ সম্পাদক মো. আরিফ হোসাইনের নাম উল্লেখ করে ১২ জনের নামে দ্রুত বিচার আইনের মামলা দায়ের করেন।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright © 2025 বাংলাদেশ প্রতিদিন খবর. All rights reserved.