নীলফামারীতে স্বস্তির বৃষ্টিতে ভিজে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর। নিহতরা হলেন শাওন আলী (০৮) ও মিজান রহমান (১১)।
বুধবার (২০ জুলাই) দুপুুরে সদর উপজেলার বেড়াডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে ।
মিজান রহমান বানিয়া পাড়া গ্রামের রফিক ইসলাম এবং শাওন আলী আজিজুল ইসলামের ছেলে। নিহত মিজান ওই এলাকার পঞ্চম শ্রেণির ছাত্র বলে জানা গেছে।
এলাকাবাসী জানান, আজ দুপুরে বৃষ্টি শুরু হলে মিজান ও শাওন বৃষ্টির পানিতে ভিজে পুকুরে গোসল করতে নামেন। এসময় হঠাৎ করে তারা পুকুরে ডুবে যায়। স্থানীয়রা দুই শিশুকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন।
চাপড়া সরমজানী ইউনিয়ের চেয়রম্যান মো. জাহাঙ্গীর আলম শাহ্ ফকির জানান, বেড়াডাঙ্গা এলাকার বানিয়া পাড়া গ্রামে পানিতে ডুবে দুই শিশু মৃত্যু খবর আমি শুনেছি। ঘটনাস্থল পরিদর্শন করেছি।
জানতে চাইলে নীলফামারী থানার অফিসার ইনচার্জ আব্দুর রউপ নিহতের বিষয়টি নিশ্চিত করেন।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF