মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক আগামী ২১ জুলাই (বৃহস্পতিবার) ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৩ য় পর্যারের জমিসহ ঘর উপকারভোগী পরিবারের নিকট হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হবে ।
এ উপলক্ষে ২০ জুলাই বুধবার সকাল ১১ : ৩০ মিনিটে তানোর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসনের নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয় ।
উক্ত প্রেস ব্রিফিং এ বিস্তারিত তথ্য উল্লেখ করে বক্তব্য রাখেন , উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) পংকজ চন্দ্র দেবনাথ তিনি প্রেস ব্রিফিং এ বলেন রাজশাহী তানোর উপজেলায় ১ ম ধাপে ৫৭ টি , ২ য় ধাপে ১০৫ টি , ৩ য় ধাপের ১৬১ টি গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার জমিসহ ঘর প্রদান করা হচ্ছে ।
উপজেলা প্রশাসনের সুত্রে জানা গেছে , উপজেলার ৭ টি ইউনিয়ন থেকে বহু সংখ্যক আবেদন পড়েছে । তাদের মধ্যে থেকে গোপনে ও প্রকাশ্যে তদন্ত সাপেক্ষে গৃহহীন ও ভূমিহীনদের মাঝে ঘর দেওয়া হচ্ছে ।
উক্ত প্রেস ব্রিফিং উপস্থিত ছিলেন , তানোর সহকারী কমিশনার ( ভূমি ) স্বীকৃতি প্রামানিক । উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিকুল ইসলাম সহ তানোর উপজেলায় কর্মরত সকল সাংবাদিক বৃন্দরা উপস্থিত ছিলেন ।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF