শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলমান ঘটনায় রাজধানী ঢাকায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সংবাদ সম্মেলনের পর আন্দোলনকারী শিক্ষার্থীরা তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন।
শিক্ষামন্ত্রীকে এসময় বিভিন্ন জায়গা থেকে ভুল তথ্য দেয়া হচ্ছে বলেও দাবি করেন আন্দোলনকারীরা। গতকাল (২২ জানুয়ারী) শনিবার রাত ৯টায় ইয়াসির সরকার ও মোহাইমিনুল বাশার রাজ শিক্ষার্থীদের পক্ষে এই প্রতিক্রিয়া জানান।
তারা সাংবাদিকদের জানান, শিক্ষামন্ত্রীকে বলতে চাই এই আন্দোলন শুধুমাত্র শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে ভিসির পদত্যাগের আন্দোলন। এখানে বাইরের কেউ ইন্ধন দিচ্ছে না। আমরা এখনো আলোচনা করতে রাজি আছি।
তারা আরও জানান, সেক্ষেত্রে ঢাকা থেকে প্রতিনিধি দল ক্যাম্পাসে এসে কিংবা ভার্চুয়ালি আমাদের সাথে আলোচনা করতে পারে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষকদের এই আন্দোলনে একাত্মতা প্রকাশ করারও আহ্বান জানান তারা।
এরপরে শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগের দাবিতে নিরব প্রতিবাদ হিসেবে মোমবাতি প্রজ্জ্বলন করেন। এসময় শিক্ষার্থীদের উপর পুলিশের লাঠিচার্জের ভিডিও এবং অনশনরত শিক্ষার্থীদের নিয়ে একটি ডকুমেন্টারি ভিডিও প্রদর্শন করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF