টাঙ্গাইলের নাগরপুরে বেকড়া আটগ্রাম ইউনিয়নে নিজ এলাকার বীর মুক্তিযোদ্ধা শফিউজ্জামান (৮৫) আজ (১৬ জুলাই) শনিবার বিকেলে বার্ধক্য জনিত কারণে নিজ বাস ভবনে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন (ইন্নাঃ)।
রণাঙ্গনের এই বীর মুক্তিযোদ্ধাকে রাতে রাষ্ট্রীয় মর্যাদায় নিজ এলাকায় জানাজা শেষে এলাকার কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। তাঁর মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন নাগরপুর উপজেলা সদ্য সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ সুজায়েত হোসেন। মরহুমের কফিনে ফুল দিয়ে সম্মান প্রদর্শন করেন নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান।
মরহুমের শেষ বিদায়ে উপস্থিত ছিলেন, বেকড়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ শওকত হোসেন সহ বিভিন্ন ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধারা ও তাদের সন্তানগণ। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং নাগরপুর থানা ও জেলা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। তার সংসারে স্ত্রী, পাঁচ ছেলে ও এক মেয়ে সন্তান সহ অসংখ্য শুভাকাঙ্খী রেখে গেছেন।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright © 2025 বাংলাদেশ প্রতিদিন খবর. All rights reserved.