২০০২ সালের গুজরাট দাঙ্গার পর সাবেক কংগ্রেস নেতা আহমেদ প্যাটেল রাজ্যটির তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে চক্রান্ত করেছিলেন বলে অভিযোগ করেছে গুজরাট রাজ্য পুলিশের বিশেষ তদন্ত দল।
পুলিশের বিশেষ তদন্ত দল বলছে, সাবেক কংগ্রেস নেতা আহমেদ প্যাটেল মোদির বিরুদ্ধাচরণ করার জন্য অধিকারকর্মী তিস্তা শেতলভাদকে ৩০ লাখ রুপি দিয়েছিলেন। তবে এ অভিযোগ অস্বীকার করেছে কংগ্রেস ও অভিযুক্তদের পরিবার।
উল্লেখ্য, আহমেদ প্যাটেল দুই বছর আগে মারা গেছেন।
আদালতে পুলিশ বলেছে, আহমেদ প্যাটেলের নির্দেশে গুজরাটে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন তৎকালীন বিজেপি সরকারের পতন ঘটাতে ‘বৃহত্তর ষড়যন্ত্রের’ অংশ ছিলেন তিস্তা। নির্দোষ মানুষকে দাঙ্গার মামলায় জড়াতে তিনি বিরোধী দলের কাছ থেকে আর্থিক ও অন্যান্য সুযোগ-সুবিধা নিয়েছিলেন।
একজন সাক্ষীর কথিত জবানবন্দির বরাতে পুলিশের অভিযোগ, আহমেদ প্যাটেলের নির্দেশে ওই ষড়যন্ত্র করা হয়। দাঙ্গার পর তিনি তিস্তাকে ৩০ লাখ রুপি দেওয়ার ব্যবস্থা করে দেন। সেই সময় ক্ষমতায় থাকা বিশিষ্ট রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে দিল্লিতে বৈঠক করতেন তিস্তা। রাজ্যসভা আসনের লোভে বিজেপির জ্যেষ্ঠ নেতাদের গুজরাট দাঙ্গার মামলায় ফাঁসানোর ষড়যন্ত্র করেন তিনি।
এই অভিযোগ প্রত্যাখ্যান করে কংগ্রেস বলছে, প্রধানমন্ত্রীর রাজনৈতিক প্রতিহিংসা থেকে প্রয়াত বিরোধী নেতারাও রক্ষা পাচ্ছেন না।
এদিকে বিজেপি দাবি করেছে, নরেন্দ্র মোদির বিরুদ্ধে ওই ষড়যন্ত্রের পেছনের কারিগর ছিলেন কংগ্রেস প্রেসিডেন্ট সোনিয়া গান্ধী স্বয়ং।
সূত্র : এনডিটিভি
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF