বাইডেন প্রশাসন ৪০ কোটি এন৯৫ মাস্ক বিতরণের ঘোষণা দিয়েছেন। আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রজুড়ে সম্পূর্ণ বিনামূল্যে এ মাস্ক বিতরণ করা হবে।
করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন থেকে রক্ষা পেতে অধিকতর সুরক্ষা সামগ্রী ব্যবহারে জোর দিচ্ছেন মার্কিন প্রশাসন। আজ (১৯ জানুয়ারি) বুধবার গনণমাধ্যম এ তথ্য জানানো হয়।
হোয়াইট হাউস বুধবার জানায়, মাস্কগুলো সরকারের কৌশলগত জাতীয় মজুদ থেকে আসবে। যেখানে ৭৫ কোটির বেশি উচ্চ সুরক্ষামূলক মাস্ক রয়েছে। এগুলো সারাদেশের ফার্মেসি, কমিউনিটি হেলথ সেন্টার ও পিকআপে পাওয়া যাবে। চলতি সপ্তাহে এগুলো পরিবহন করা হবে যাতে আগামী সপ্তাহ থেকে পাওয়া যায়।
জানা গেছে, করোনা মহামারি শুরু হওয়ার পর দেশটিতে এটা হবে বিনা মূল্যে মাস্ক বিতরণের সর্বোচ্চ পদক্ষেপ। ২০২০ সালে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ধরনের একটি পদক্ষেপ নিলেও পরবর্তীতে তা বন্ধ রাখে।
চলতি মাসে মাস্কটির দুষ্প্রাপ্যতার কারণে তীব্র সমালোচনার পর বাইডেন সেই উদ্যোগটি বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করেন।একইভাবে বাড়িতে করোনা পরীক্ষার কিট ঘাটতি দেখা দেওয়ায়ও সমালোচনার মুখে পড়েন বাইডেন।
অবশেষে চলতি সপ্তাহে আমেরিকানদের জন্য একটি ওয়েবসাইট খোলা হয়। যেখানে সবাইকে বিনামূল্যে চারটি কিট অর্ডারের দেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রে রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র মুখ ঢেকে রাখার বিষয়ে নির্দেশিকা আপডেট করেছে। যাতে স্পষ্টভাবে বলা হয়, সঠিকভাবে লাগানো এন৯৫ ও কেএন৯৫ মাস্কগুলো করোনার বিরুদ্ধে সবচেয়ে বেশি সুরক্ষা দেয়।
হোয়াইট হাউস জানায়, সব আমেরিকানদের জন্য মাস্ক নিশ্চিত করতে হবে। তাই একজন সর্বোচ্চ তিনটি মাস্ক পাবেন।
এন৯৫ ও কেএন৯৫ মাস্কগুলো মহামারি চলাকালীন অন্য যে কোনো সময়ের তুলনায় এখন খুব সহজেই পাওয়া যাচ্ছে। সার্জিক্যাল বা কাপড়ের মাস্কের চেয়ে এগুলো বেশি ব্যয়বহুল ও কার্যকর।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF