নরসিংদীর বেলাটি গ্রামে প্রতিষ্ঠিত দারুল ওহী আইডিয়াল মাদরাসা গতকাল বৃহস্পতিবার দারুল ওহী মসজিদ কমপ্লেক্স ভবনে মাসিক প্রতিযোগিতামূলক কালচারাল প্রোগ্রাম ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুল ওহী আইডিয়াল মাদ্রাসার উপদেষ্টা পরিষদের সদস্য একে আহসান মাহবুব। সভাপতিত্ব করেন দারুল ওহী আইডিয়াল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো: ইমাম হোসনে। বিশেষ অতিথি ছিলেন দারুল ওহি আইডিয়াল মাদ্রাসার পরিচালনা পরিষদের সদস্য মো: আবদুর রশিদ, নাজিম উদ্দিন ভূইয়া রিপন, ম্যানেজিং কমিটির সদস্য মো: ইরফান হোসেন নাফি।
স্বাগত বক্তব্য রাখেন দারুল ওহী আইডিয়াল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ এইচ.এম আখতার হোসেন। এ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের ১১টি গ্রæপ অংশগ্রহণ করে।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা ইমাম হোসেন বলেন, দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছি, দ্বীনের দাওয়াতের জন্য। দ্বীনি শিক্ষা ব্যতিত দুনিয়াতে শান্তি নেই, পরকালেও শান্তি পাবোনা। দ্বীন ব্যতিত এ জীবনের কোনো মূল্য নেই। আসুন আমাদের সন্তানদের দ্বীনি শিক্ষায় শিক্ষিত করি। তা হলে দুনিয়াতেও শান্তি, পরকালেও শান্তি পাবো। আজকের প্রতিযোগিতা এ উদ্দেশ্যেই। শিক্ষার্থীদেরকে দ্বীনি শিক্ষায় উৎসাহিত করা।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright © 2025 বাংলাদেশ প্রতিদিন খবর. All rights reserved.