মৌলভীবাজারের কুলাউড়ায় পুলিশের অভিযানে গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ জুলাই) কুলাউড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলামের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) আব্দুর রহিম জিবান অভিযান পরিচালনা করে কুলাউড়া উপজেলার ১২নং পৃথিমপাশা ইউনিয়নের পুরষাই গ্রাম থেকে জিআর ৪১/১৫(কুলাউড়া) এর গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী খসরু মিয়া (৫৫), পিতা-মৃত আকরাম আলী, সাং-পুরষাই, থানা-কুলাউড়া, জেলা-মৌলভীবাজার‘কে গ্রেপ্তার করেন।
কুলাউড়া থানা অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতকে গ্রেপ্তারী পরোয়ানা মূলে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF