মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নতুন বাজারের সবজি দোকান থেকে একটি আইকেট স্ন্যাক উদ্ধার করেছে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
মঙ্গলবার (৫ জুলাই) রাত ৯টায় সবজি বাজারে সাপটি দেখতে পেয়ে ব্যবসায়ীরা বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেয়।
খবর পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল নতুন বাজারে গিয়ে আইকেট স্ন্যাকটি উদ্ধার করে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে নিয়ে আসেন। স্বপন দেব সজল জানান, আইকেট স্ন্যাক মৃদু বিষধর। সাপটির ইরেজি নাম ,Eyed cat snake boiga siamensis, এসময় সাপ দেখলে না মেরে বন বিভাগ ও বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দিয়ে বন্যপ্রাণী রক্ষায় সহযোগিতা করার আহ্বান জানানো হয়। উদ্ধার করা আইকেট স্ন্যাকটি বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে রাখা হয়েছে। এটিকে পরে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF