পাবনার বেড়া উপজেলার আমিনপুরে বাড়ির পাশের ডোবা থেকে ছাবিনা খাতুন (৩২) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গৃহবধূর স্বামী শিপন শেখকে (৩৮) আটক করা হয়েছে।
এর আগে, গতকাল (৪ জুলাই) সোমবার রাত থেকে সাবিনার কোনো খোঁজ পাচ্ছিলো না পরিবারের সদস্যরা। পরে আজ (৫ জুলাই) মঙ্গলবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বাড়ির পাশের ডোবা থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। নিহত গৃহবধূর শরীরের আঘাতের চিহ্ন রয়েছে।
নিহত ছাবিনা তিন সন্তানের জননী। তিনি একই ইউনিয়নের পায়কান্দি খানমরিচ এলাকার মৃত নেওয়াজ মোল্লার মেয়ে। আর আটককৃত শিপন পাশবর্তী হাটখালি ইউনিয়নের মৃত আকু শেখের ছেলে। বছর দশেক আগে তাদের দুজনের বিয়ে হয়।
স্থানীয় বাসিন্দা ও পরিবারের অভিযোগ, নিহত সাবিনার স্বামী ভ্যানচালক শিপন শেখ নিয়মিত জুয়া খেলেন। সম্প্রতি তাদের বাড়িতে পোষা একটি কোরবানির পশু বিক্রি করা হয়েছে। ওই টাকা পেতে স্ত্রীকে খুন করে থাকতে পারেন শিপন।
আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী বলেন, গৃহবধূর মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন হিসেবে তার স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এছাড়া মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF