নওগাঁয় বিপুল পরিমান বিস্ফোরক দ্রব্যসহ দুই আসামীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৫ রাজশাহী এবং সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।
মঙ্গলবার রাত ১টার দিকে শহরের ধোপাপাড়ার মোবারক আলীর বাড়ির ৭তলা ভবনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সকালে র্যাব-৫ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানা যায়।
গ্রেফতারকৃতরা হলেন- ঢাকা বাড্ডা মেট্রোর দক্ষিন বাড্ডার ২১ নং ওয়ার্ডের আব্দুল ওয়াদুদের ছেলে ওসমান গনি জিসান (৩০) ও যশোর জেলার অভয়নগর থানার নোয়াপাড়া গ্রামের মনোরঞ্জন অধিকারীর ছেলে শংকর অধিকারী মুকেশ (৪০)।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের অপারেশনাল দলের রাজশাহীর ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল রিয়াজ শাহরিয়ার, মেজর সাকিব এবং কোম্পানী অধিনাকয় মাসুদ রানার নেতৃত্বে রাত ১টার দিকে শহরের ধোপাপাড়ার মোবারক আলীর বাড়ির ৭তলা ভবনে অভিযান চালানো হয়।
এসময় বিপুল পরিমান বিস্ফোরক দ্রব্য লালবর্ণের ৪ কেজি ২০০ গ্রাম কেমিক্যালযুক্ত পাউডার, প্লাষ্টিকের ব্যাগের ভিতর সাদা বর্ণের ২ কেজি ৫শ গ্রাম কেমিক্যালযুক্ত পাউডার, পলিথিনের ভিতর ক্রিষ্টাল সাদা বর্ণের ২কেজি ৪শ গ্রাম পাউডার, পলিথিনের ভিতর ১কেজি ৮শ গ্রাম কেমিক্যালযুক্ত মাটি, বিউটেন গ্যাসযুক্ত কৌটা ২টি, দাহ্য পদার্থযুক্ত ডউ-৪০ কৌটা ১টি, লাল স্কসটেপ দ্বারা মোড়ানো বোম সাদৃশ্য বস্তু ১টি, একটি ব্যাটারী যাতে সহ আরো লেখা আছে, লাল স্কসটেপ ২টি, স্কসটেপ দ্বারা বাধাঁনো মোবাইল ব্যাটারী ২টি, রেজিস্টেন্স ৭টি, বাটন সুইচ ৮টি, টিউনিং সুইচ ৬টি, (ওঈ) ১টি যাতে (তঐঅঘএ) লেখা, ইন্ডিকেটর ল্যাম্প ৮টি ওই দুইজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে নওগাঁ সদর মডেল থানায় বিষ্ফোরক দ্রব্যাদি আইন ১৯০৮ অনুসারে মামলা রুজু করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF