প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৬, ২০২৪, ৮:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৪, ২০২২, ৬:০২ অপরাহ্ণ
রাজশাহীতে ছুরিকাঘাতে তরুণ খুন
রাজশাহীতে সনি (১৭) এক তরুণ ছুরিকাঘাতে খুন হয়েছে। রোববার রাত সাড়ে ১০টার দিকে মহানগরীর হেতমখাঁ সবজিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সনি ওই এলাকার রফিকুল ইসলাম পাখির ছেলে।
মহানগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ওসি মাজহারুল ইসলাম জানান, রাতে সাড়ে ১০টার দিকে কে বা কারা সনিকে ছুরিকাঘাত করে। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তবে কী কারণে ছুরিকাঘাত করা হয়েছে- সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হামলাকারীদের নাম, ঠিকানা এবং পূর্ণাঙ্গ পরিচয় জানা যায়নি। তবে অতিদ্রুত ঘটনার সাথে কারা জড়িত- তা শনাক্ত করার জন্য চেষ্টা করা হচ্ছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF