রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং পদ্মাটাইমসের প্রকাশক ও সিইও বিশিষ্ট সমাজসেবক আজিজুল আলম বেন্টু অসুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ২ নং কেবিনে চিকিৎসাধীন রয়েছেন। দ্রুত সুস্থ্য হয়ে যেন বাড়ি ফিরতে পারেন এ জন্য তিনি সকালের দোয়া কামনা করেছেন।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, আজিজুল আলম বেন্টু নিউরোলজিস্ট জনিত সমস্যায় আক্রান্ত। আজ (২ জুলাই) শনিবার সকালে তিনি হাসপাতালে ভর্তি হন।
এর পর তার অপারেশন করা হয়েছে। একটি মেডিকেল বোর্ডের তত্বাবধানে তার সফল অপারেশন সম্পন্ন হয়। এখন অনেকটা সুস্থ এবং ভাল আছেন। তবে তাকে বিশ্রামে থাকতে হবে।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF