প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৬, ২০২৪, ৯:৪৮ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২, ২০২২, ৬:০২ অপরাহ্ণ
তানোরে দরজা ভেঙ্গে কাউন্সিলর পাচুকে উদ্ধার, দুই বধু হাসপাতালে
রাজশাহীর তানোর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর লিয়াকত ওরফে পাচু জনৈক ব্যক্তির স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়েছে। এ ঘটনায় কাউন্সিলরের লোকজন দরজা ভেঙ্গে কাউন্সিলরকে উদ্ধার করেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে পৌর সদর গ্রামে এই ঘটনা ঘটেছে। এদিকে এঘটনায় কাউন্সিলরের স্ত্রী এবং ঐ নারী বিবাদে জড়িয়ে গুরুত্বর জখম হয়ে উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে, তানোর পৌরসভার সদর ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হন কুঠিপাড়া গ্রামের বাসিন্দা লিয়াকত আলী ওরফে পাচু। কিন্তু নির্বাচিত হবার পর থেকে প্বার্শবর্তী জনৈক ব্যক্তির বাড়িতে নিয়মিত যাতায়াত করতে থাকে। এতে গ্রামবাসির মনে নানা সন্দেহ দেখা দেয়। গত বৃহস্পতিবার গভীর রাতে জৈনক ব্যাক্তির স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় কাউন্সিলর পাচুকে আটক করে গ্রামবাসি। ঘটনা জানতে কাউন্সিলরের লোকজন এসে জোরপুর্বক দরজা ভেঙ্গে তাকে উদ্ধার করে নিয়ে যায়। এবিষয়ে কাউন্সিলর লিয়াকত আলী ওরফে পাচুর ব্যক্তিগত মোবাইল নম্বরে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেন নি।
এবিষয়ে তানোর পৌর মেয়র ইমরুল হক বলেন, তাকে মোবাইলে অনেকে জানিয়েছে ঘটনাটি। তবে একজন জনপ্রতিনিধিদের কাছে এধরনের ঘটনা কাম্য নয়। আর যদি ঘটনা সত্য হয় তাহলে বাকি কাউন্সিলরদের নিয়ে সভার মাধ্যমে তার বিরুদ্ধে ব্যবস্হা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF