টেস্ট শেষে টি-টোয়েন্টি সিরিজ খেলার জন্য সেন্ট লুসিয়া থেকে ডমিনিকা যাত্রার শুরুটা বাংলাদেশের ক্রিকেটারদের জন্য তারিয়ে তারিয়ে উপভোগ করার মতোই ছিল। আকাশ নয়, তাঁদের যাত্রা ছিল সমুদ্রপথে। সেন্ট লুসিয়ার রাজধানী কাস্ট্রিজের বন্দর থেকে ফেরিতে রওনা হওয়ার পর ছবি-টবি তুলে দারুণ সময় কাটানোর পর্ব অবশ্য স্থায়ী হয়নি বেশিক্ষণ।
উত্তাল আটলান্টিকের ঢেউয়ের তোড় এবং ‘মোশন সিকনেস’-এর কারণে মুহূর্তেই অসুস্থ হয়ে পড়েন দলের বেশ কয়েকজন ক্রিকেটার।
এর মধ্যে পেসার শরীফুল ইসলাম ও উইকেটরক্ষক-ব্যাটার নুরুল হাসানের অবস্থা ছিল অন্যদের তুলনায় বেশি খারাপ।
বমি করতে করতে ক্লান্ত ক্রিকেটাররাও উত্তাল যাত্রার ধকল কাটিয়ে সুস্থ আছেন বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী। শুক্রবার সন্ধ্যায় তিনি বলছিলেন, ‘একটু আগেও খোঁজ নিয়েছি আমি। সবাই সুস্থ আছে, ভালো আছে। যারা বমি করেছিল, তারাও। কারণ পৌঁছানোর পর রাতেই ডমিনিকান সরকারের পক্ষ থেকে দুই দলের সম্মানে নৈশ ভোজের আয়োজন ছিল। সেখানে আমাদের পুরো দলই গেছে। কেউ অসুস্থ থাকলে নিশ্চয়ই সেখানে অনুপস্থিত থাকত। ’
বিমানে করে কেন দলকে ডমিনিকায় নেওয়া হলো না, এই প্রশ্নের জবাবে বিসিবি প্রধান নির্বাহী বললেন, ‘কভিডের কারণে ক্যারিবিয়ানের বন্ধ হয়ে যাওয়া অনেক ফ্লাইটই এখনো চালু হয়নি। যেসব ফ্লাইট পাওয়া যাচ্ছিল, এর সবই ছোট ছোট বিমান। আর শুধু দলই তো যায় না, দলের হাজার হাজার কেজি মালামালও যায়। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডাব্লিউআই) আমাদের অনেক আগেই বিষয়টি জানায়। সেই সঙ্গে বিকল্প প্রস্তাবও দেয়। একই ফেরিতে যেহেতু ওয়েস্ট ইন্ডিজ দলও ভ্রমণ করবে, তাই আমরাও আপত্তি করার কোনো কারণ দেখিনি। ’
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright © 2025 বাংলাদেশ প্রতিদিন খবর. All rights reserved.