প্রিন্ট এর তারিখঃ মে ১৮, ২০২৫, ১০:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১, ২০২২, ১০:৩২ অপরাহ্ণ
টাঙ্গাইলে আবারো বাড়ছে সব নদীর পানি

যমুনা, ধলেশ্বরী ও ঝিনাইসহ টাঙ্গাইল জেলার অভ্যন্তরীন সকল নদীর পানি আবারো বৃদ্ধি পাচ্ছে।পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় যমুনা নদীর পানি পোড়াবাড়ী পয়েন্টে ১০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৩১ সেন্টিমিটার, ঝিনাই নদীর পানি জোকারচর পয়েন্টে ১৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ১৪ সেন্টিমিটার, ধলেশ্বরী নদীর পানি এলাসিন পয়েন্টে ১৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৬৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
পানি বৃদ্ধি অব্যাহত থাকলে অল্প কিছু সময়ের মধ্যে যমুনা ও ঝিনাই নদীর পানি বিপদসীমা অতিক্রম করবে। এরফলে আবারো বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে। পানি বৃদ্ধির পাশাপাশী বিভিন্নস্থানে নদী ভাঙ্গনও অব্যাহত আছে।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright © 2025 বাংলাদেশ প্রতিদিন খবর. All rights reserved.