নরসিংদীর রায়পুরা উপজেলার রায়পুরা হাফিজিয়া দারুল উলূম মাদরাসা ও এতিমখানার শিক্ষা ভবন-২ এর তৃতীয় তলার শুভ উদ্বোধন, চতুর্থ তলার ভিত্তি প্রস্তুর স্থাপন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ (১ জুলাই) শুক্রবার জুম্মা নামাজের আগে রায়পুরা হাফিজিয়া দারুল উলূম মাদরাসার নতুন ভবনে উক্ত মাদরাসার সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ¦ আব্দুল কুদ্দুস মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মরহুম ইউনূস আলী বিদ্যানীকেতনের প্রতিষ্ঠাতা, মাদরাসাটির উপদেষ্টা ও ব্রাজিল যুবলীগের সভাপতি হাজী ইকবাল হোসেন।
অন্যদের মধ্যে আরোও উপস্থিত ছিলেন, রায়পুরা পৌর মেয়র জামাল মোল্লা, রায়পুরা থানার অফিসার ইনচার্জ আজিজুর রহমান, উপজেলার সাবেক চেয়ারম্যান এ্যাড.ইউনূস আলী ভুইয়া, পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর শাহেদ আলী ভুট্টু, ভৈরব যুবলীগের সাবেক সভাপতি ওমর ফারুক, ভৈরব চেম্বার অভ কমার্স সাবেক চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, ভৈরব থানা যুবলীগ সাধারণ সম্পাদক আশরাফুল হক টিটু, ভৈরব যুবলীগ সাংগঠনিক সম্পাদক মো: দীন ইসলাম, ভৈরব থানা ছাত্রলীগ নেতা আবুল বাশার, মরহুম ইউনূস আলী বিদ্যানীকেতনের সভাপতি হাজী গিয়াস উদ্দিন, রায়পুরা বাজার কমিটির সভাপতি ফারুক মিয়া, রায়পুরা পৌরসভার ১নং ওয়ার্ড আ.লীগ সভাপতি ধনু মিয়া প্রমূখ।
অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, একসময় আমি দুই টাকার জন্য বাজার থেকে চা খেতে পারতাম না, টাকার জন্য চাউল আনতে পারতাম না কিন্তু এখন আল্লাহর রহমতে ও বাবা-মা’র দোয়ায় আমি এখন সমাজের সকল উন্নয়নমূলক কাজে আমার সাধ্যনুযায়ী সহযোগীতা করি। ভবিষ্যতে জন্মভূমি রায়পুরা নিয়ে আমার আরোও পরিকল্পনা রয়েছে।
আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন সমাজ পরিবর্তনের জন্য এবং উন্নয়ন মুলক কর্মকাণ্ডের জন্য সহযোগীতা করতে পারি। শেষে তিনি তার মৃত বাবা মায়ের জন্য সকলের কাছে দোয়া কামনা করেন। এছাড়াও তিনি মাদরাসার চতুর্থ তলার ভবন নির্মান করে দেওয়ার আশ্বাস দেন।পরিশেষে সকলে দোয়া শেষে এতিমখানা ও মাদরাসার ছাত্রদের নিয়ে মধ্যাহ্নভোজে অংশ নেন।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright © 2025 বাংলাদেশ প্রতিদিন খবর. All rights reserved.