আওয়ামী লীগের সহযোগী সংগঠন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
আজ বুধবার (২৯ জুন) সংগঠনটির সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোকবার্তায় তাঁর আত্মার শান্তি কামনা এবং তার শোকসন্তপ্ত আত্মীয়-স্বজন ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।
নির্মল রঞ্জন গুহ অনেক দিন ধরেই অসুস্থ ছিলেন। গত ১২ জুন রাতে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। গত ১৬ জুন উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হয়।
স্বেচ্ছাসেবক লীগ নেতারা জানান, মাউন্ট এলিজাবেথে চিকিৎসারত অবস্থায়ই তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। বুধবার সকালে তিনি মারা যান।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF