সম্প্রতি বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি’র নাম ও ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ্যাকাউন্ট খুলে ম্যাসেঞ্জারে যোগাযোগ করে চাকুরি দেয়ার নাম করে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। আজ বুধবার (২৯ জুন) জনসংযোগ বিভাগের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বিষয়ে দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ, সিআইডি এবং র্যাবের আইটি বিষয়ক গোয়েন্দা শাখা প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করে কয়েকজন প্রতারককে গ্রেফতার করেছে। প্রতারকরা বাণিজ্যমন্ত্রী এবং তাঁর একান্ত সচিব (পিএস) এর নাম ব্যাবহার করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ধরনের প্রতারণা থেকে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হয়।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি নিজ নাম ও ছবি ব্যবহার করে কোনো ফেসবুক এ্যাকাউন্ট পরিচালনা করেন না এবং তার কোন ফেসবুক এ্যাকাউন্ট নেই। এ বিষয়ে ঢাকার রমনা মডেল থানায় দুইটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে। গত ২০২১ সালের ৬ জুলাই দায়ের করা জিডি নম্বর ২৩৯ এবং চলতি বছরের গত ৬ ফেব্রুয়ারি দায়ের করা জিডি নম্বর ৩৫৪।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF