প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৮, ২০২৪, ৩:০৩ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২৭, ২০২২, ৪:১২ অপরাহ্ণ
তানোরে সড়ক দুর্ঘটনায় আম ব্যবসায়ীর মৃত্যু
রাজশাহীর তানোরে সড়ক দূর্ঘটনায় আম ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার সকাল ১০ টার দিকে মুন্ডমালা পৌর এলাকার চিনাশো মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শি ও পুলিশ সুত্রে জানা গেছে, তানোর পৌর এলাকার গুবির পাড়া মহল্লার ময়েজ উদ্দীনের পুত্র আম ব্যবসায়ী মতিউর রহমান মতি (৪৫) সোমবার সকালে মুন্ডমালা থেকে আটো ভ্যানে আম নিয়ে নিজেই চালিয়ে পুঠিয়া উপজেলার বানেশ্বর যাচ্ছিলেন।
এসময় সকাল ১০ টার দিকে মুন্ডমালা পৌর এলাকার চিনাশো মোড়ের কাছে আসামাত্রই হঠাৎ তার অটো ভ্যানের চাকা ফেটে একটি গাছের সাথে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় একটি সাধারন ডায়েরী করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF