কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলায় ফিরোজ আলম (১৮) নামের এক যুবককে নৃশংসভাবে খুন করা হয়েছে। ২৫ শে জুন শনিবার দিবাগত রাত্রে এই ঘটনা ঘটে।
নিহত ওই যুবক ভূরুঙ্গামারী উপজেলার কচাকাটা থানর বলদিয়া ইউনিয়নের রাঙ্গালেরকুটি গ্রামের মুলুক চানের ছেলে।
জানা গেছে,শনিবার দিবাগত রাত্রে ফিরোজ উপজেলার বলদিয়া ইউনিয়নের রাঙ্গালেরকুঠির আবুল মোড়ে তার গালামালের দোকান বন্ধ করে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে ওই এলাকার জোনাব আলীর বাড়ির সন্নিকটে বাঁশঝাড়ের কাছাকাছি পৌঁছিলে ওৎ পেতে থাকা কে বা কারা তার মাথায় ধারালো অস্ত্র দ্বারা আঘাত করে। এতে সে রক্তাক্ত যখম অবস্থায় অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। এ সময় পথচারীরা তাকে মাটিতে পরে থাকতে দেখে উদ্ধার করে পাশের বাড়িতে নিয়ে যায়। পরে সেখানেই তার মৃত্যু হয়।
এ ব্যাপারে কচাকাটা থানার ওসি জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ২৬ শে জুন রবিবার নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে মামলার প্রস্তুতি চলছে।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF