ভারতের উত্তরপ্রদেশে নদীতে গোসলের সময় তাঁর স্ত্রীকে চুমু দিয়ে মারধরের শিকার হয়েছেন। ওই রাজ্যের সরযূ নদীতে এ ঘটনা ঘটেছে। ওই ব্যক্তিকে মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে।
ওই ভিডিওতে দেখা যায়, চুমুর ঘটনার পর লোকটিকে তাঁর স্ত্রীর কাছ থেকে বিচ্ছিন্ন করে দূরে নিয়ে যাওয়া হয়।
এরপর লোকটিকে নবরত মারধর দেওয়া হতে থাকে। এ ধরনের অশ্লীলতা অযোধ্যায় সহ্য করা হবে না বলেও একজন বলে ওঠেন।
লোকজন যখন স্বামীকে মারধর করছিল, তখন স্ত্রী তাঁকে বাঁচানোর চেষ্টা করেন। কিন্তু, সে চেষ্টায় তিনি ব্যর্থ হন। পরে উত্তেজিত কিছু মানুষ ওই দম্পতিকে মারধর করতে করতেই নদীর তীরে উঠায়।
বিষয়টি নিয়ে অযোধ্যা পুলিশের এক টুইটে বলা হয়েছে, কোতোয়ালি থানার ইনচার্জ ইন্সপেক্টরকে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সরযূ নদী হলো গঙ্গার সাতটি উপনদীর একটি। হিন্দুদের কাছে এটি পবিত্র নদী বলে বিবেচিত।
সূত্র-এনডিটিভি
https://twitter.com/i/status/1539530199921852416
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF