প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৬, ২০২৫, ৬:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২৩, ২০২২, ১০:৪২ অপরাহ্ণ
ডোমারে আওয়ামীলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
নীলফামারীর ডোমারে ব্যাপক আয়োজনে বাংলাদেশ-আওয়ামীলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার(২৩ জুন) বিকেল ৫ টার সময় উপজেলা আওয়ামীলীগের আয়োজনে বাদ্যযন্ত্রের বাজনার তালে বাটার মোড় থেকে বিশাল একটি মিছিল বেড় হয়ে ডোমার বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাটার মোড়ে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব ও বক্তব্য প্রদান করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল। সাধারন সম্পাদক মঞ্জরুল হক চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য পেশকরেন উপজেলা পরিষদের ভাইস চেয়াম্যান আব্দুল মালেক সরকার, নীলফামারী জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মানোয়ার হোসেন প্রমুখ,প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের সকল অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন, অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে এত মানুষের অংশগ্রহণে ডোমার আওয়ামীলীগ আগামীতে আরো গতিশীল হবে বলে নেতৃবৃন্দ বক্তব্যে তুলে ধরেন ।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF