আফ্রিকার মধ্য মালিতে সন্দেহভাজন সশস্ত্র বিদ্রোহীদের হামলায় একশজনের বেশি বেসামরিক লোক নিহত হয়েছেন বলে সরকার বলেছে। কাতিবা মাকিনা সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা শনিবার গভীর রাতে মোপ্তি অঞ্চলের অন্তত তিনটি গ্রামে হামলা চালিয়েছে।
সোমবার এক বিবৃতিতে সরকার এ কথা জানায়। বিবৃতিতে আরো বলা হয়, অন্তত ১৩২ জন বেসামরিক লোক নিহত হয়েছে এবং কিছুসংখ্যক অপরাধীকে চিহ্নিত করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, আল-কায়েদার সঙ্গে যুক্ত সংগঠন মাকিনা কাতিবার যোদ্ধারা ওই বেসামরিক লোকজনকে ঠাণ্ডা মাথায় হত্যা করেছে।
বাঙ্কাসের মেয়র মোলায়ে গুইন্দো বার্তা সংস্থা এপিকে বলেছেন, ঠিক কী ঘটেছে তা জানতে তদন্তকারীরা ঘটনাস্থলে গিয়েছেন।
মালি এবং মধ্য সাহেল অঞ্চলে কয়েক মাস ধরে একের পর এক বেসামরিক গণহত্যা হয়েছে। এজন্য সশস্ত্র গোষ্ঠীগুলোকে দোষারোপ করা হয়েছে।
সূত্র: আল জাজিরা
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF