পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে পুলিশ কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার।
আজ মঙ্গলবার (২১ জুন) রাজধানীর মিন্টো রোডে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
হাফিজ আক্তার বলেন, আর তিন দিন পরে আমাদের স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন হতে যাচ্ছে। পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানসহ এ উপলক্ষে সারা দেশে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজনের প্রস্তুতি চলছে। এসব অনুষ্ঠান যেন নির্বিঘ্নে হয়, সেই লক্ষ্যে পুলিশ কাজ করছে।
সিলেট, সুনামগঞ্জসহ দেশের বন্যাকবলিত এলাকায় পুলিশের কার্যক্রমের বিষয়ে তিনি বলেন, এত বেশি বৃষ্টি হচ্ছে, গলা পর্যন্ত পানি হয়ে গেছে। বন্যাকবলিত এলাকায় পুলিশও কাজ করছে, যাতে নির্বিঘ্নে ত্রাণ দেওয়া যায়। এ ছাড়া বন্যাকবলিত এলাকায় যেন আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে, সে জন্যও পুলিশ কাজ করে যাচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF