কয়েক দিনের ভারী বর্ষনে ও উজান থেকে নেমে আশা পাহাড়ী ঢলে তিস্তা নদীর পানি হুহু করে বাড়ছে । গতকাল (১৬ জুন) বৃহস্পতিবার সকাল থেকে তিস্তা নদীর পানি নীলফামারীর ডালিয়া তিস্তা ব্যারজ পয়েন্ট থেকে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তা নদীর পানি বেড়ে যাওয়ায় নদীর তীরবর্তী গ্রামগুলোতে বাড়ীঘরে পানি প্রবেশ করেছে, নদীর পাড়ের মানুষের এখন রাত কাটে আতঙ্কে, দিনে পাড়করে গরুছাগল নিয়ে চরম ভোগান্তিতে।
নীলফামারীর ডালিয়া পানি উনয়ন বাের্ড বন্যা পুর্বাভাস সর্তকী করন কেন্দ্র জানায়, বৃহস্পতিবার থেকে তিস্তা নদীর পানি বাড়তে থাকে। গতকাল (১৬ জুন) বৃহস্পতিবার সকাল ৬টায় বিপদসীমার ৩ সেন্টিমিটার(বিপদসীমা ৫২ দশমিক ৬০ সেন্টিমিটার)নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল। এরপর পানি বেড়ে যায় সকাল ৯টায় বিপদসীমা বরাবর অর্থাৎ ৫২ দশমিক ৬০ সেন্টি মিটার দিয় প্রবাহিত হয়, পানির গতি নিয়ন্ত্রনে রাখতে তিস্তা ব্যারেজ এর ৪৪টি গেট খুলে রাখা হয়ছে। এছাড়া গত ২৪ ঘটায় তিস্তা ব্যারেজ এলাকায় ৭৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়ছে।
তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় কৃষকের আমন ধানের বীজতলা,সবজি খেত ডুবে গিয়ে নস্টহয়ে গেছে।ডিমলা উপজেলার পূর্বছাতনাই,খগাখড়িবাড়ী, খালিশা চাপানি, ঝুনাগাছ চাপানি ও গয়াবাড়ী ইউনিয়নর প্রায় ১৫টি ইউনিয়নে মানুষের বসত বাড়ীতে পানি উঠছে বলে জানিয়েছেন টেপা খরিবাড়ি ইউপি চেয়ারম্যান ময়নুল ইসলাম।
এ বিষয়ে জানতে চাইল পানি উন্নয়ন বোর্ড নীলফামারী ডিমলা উপজেলা ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী আসফা উদ দৌলা নীলফামারী বাংলাদেশ- প্রতিদিন খবর প্রতিনিধি কে বলেন উজানের ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় তিস্তা ব্যারজের সবক’টি গেট খুল রাখা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF