পুলিশ জানায়, দুপুরে দুই মোটর সাইকেলের মুখোমুখী সংঘর্ষে তিলক চন্দ্র রায়(১৮) ও জয়(২০)নামে দুই মোটর সাইকেল চালক মারা যায়। তিলক সদর উপজেলার পশ্চিম বেগুনবাড়ি গ্রামের অতুলের ছেলে।
জয় পীরগঞ্জ উপজেলার বাশগাড়া গ্রামে জগেন দাসের পুত্র। আহত হয় সদর উপজেলা বৌরানী বাজার গ্রামের অনিতের ছেলে আশাপূর্ন এবং নেত্রকোনা জেলার মদন উপজেলা সালাকান্দা গ্রামের নুর ইসলামের ছেলে মামুন।
ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে পীরগঞ্জ হাসপাতালে নেয়া পথে তিলক ও জয় মারা যান। আহত অপর দুজনকে দিনাজপুরে মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।মামুন হার্ভেস্টার মেশিন দিয়ে ধান কাটতে কয়েক দিন ধরে পীরগঞ্জে অবস্থান করছিল।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF