কুড়িগ্রামজেলার ভূরুঙ্গামারী উপজেলায় বিশ্ব মানবতার মুক্তির দূত মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও হযরত আয়েশা সিদ্দিকা (রা.)-কে নিয়ে ভারতের কটুত্তি করায় ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নূপুর শর্মা ও দিল্লি শাখার গণমাধ্যম প্রধান নবীন কুমার জিন্দালের কটূক্তির প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সর্বস্তরের তাওহিদী মুসলিম জনতা। ভূরুঙ্গামারীর সর্বস্থরের ধর্মপ্রাণ মুসলিম আম জনতা এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করে। আজ (১৭ জুন) শুক্রবার বিকাল ৩টায় ভূরুঙ্গামারী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে কেন্দ্রীয় বাসটার্মিনাল হয়ে উপজেলা পরিষদ সংলগ্ন প্রধান গেটের জামতলা মোড়ে এসে দোয়া মোনাজাতের মাধ্যমে শেষ হয়।
এতে বক্তব্য রাখেন মাওলানা মুফতি মাহমুদুল হাসান কাসেমি, ভূরুঙ্গামারী সরকারি কলেজের প্রভাষক আজিজুর রহমান সরকার ও মাওলানা এস এম মনিরুজ্জামান। বিক্ষোভ মিছিলটি পুলিশের প্রহরায় শুরু থেকে শেষ পযন্ত ছিল।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF