যারা প্রেম করেছেন, ভালোবেসেছেন, যারা ভালোবেসে ব্যর্থ কিংবা সফল হয়েছেন কিংবা যারা সংগীতপ্রেমী-তাদের জন্যেই এই সিনেমা। সব ধরণের উপাদান আপনারা ‘তালাশ’-এ পাবেন। ছবিটিতে দারুণ দারুণ কিছু গান রয়েছে। আমরা অনেক ভালোবেসে কাজটি করেছি।
শুক্রবার দেশের প্রায় ৫৩ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সৈকত নাসির পরিচালিত সিনেমা ‘তালাশ’। ছবিটিকে এভাবেই মূল্যায়ণ করলেন বুবলী। এখানে বুবলীর বিপরীতে অভিনয় করেছেন নবাগত আদর আজাদ। এরমধ্য দিয়ে প্রথমবার একসঙ্গে জুটি বাঁধেন তারা।
একজন রকস্টারের গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘তালাশ’। এতে নায়রা চরিত্রে অভিনয় করছেন বুবলী। নায়িকা বললেন, ‘নায়রা চরিত্রটি আমার খুব কাছের। আমি অনেক দিন ধরে এই চরিত্রটি নিজের মধ্যে ধারণ করেছি। এটি একটি সমসাময়িক গল্পের সিনেমা। সব ধরনের উপাদান আপনারা ‘তালাশ’-এ পাবেন। ’
রাজধানীর মালিবাগের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে বুবলী কথা বলতে গিয়ে স্মৃতিকাতর হয়ে পড়েন। বুবলী বলেন, ‘আমি আজ খুবই স্মৃতিকাতর হয়ে পড়ছি। কারণ, আমার সামনে আমার প্রথম সিনেমা “বসগিরি”-এর পরিচালক শামীম আহমেদ বসা, আমার সামনে গুণী পরিচালক জাকির হোসেন, মোস্তাফিজুর রহমানরা বসা। আপনাদের কাছে আমি আশীর্বাদ চাইছি, যেন আরও ভালো ভালো সিনেমায় কাজ করতে পারি। ’
বুবলীর মতে সৈকত নাসির খুব স্মার্ট একজন পরিচালক। আর ছবিটিতে নায়ক আদর আজাদকেও ড্যাশিং হিরো হিসেবে দেখতে পাবেন। সর্বপরি একটি গল্প দেখা যাবে এতে।
ছবিটি মুক্তি পেলে বুবলীর প্রায় ছয় বছরের ক্যারিয়ারে ১৩ তম ছবি হবে এটি। বুবলীর ভাষ্য, আমার অভিনীত ১৩ তম ছবি দর্শকদের আশাহত করবে না।
ক্লিওপেট্রা ফিল্মসের ব্যানারে নির্মিত ‘তালাশ’ সিনেমার কাহিনি পরিচালকের সঙ্গে যৌথভাবে লিখেছেন আসাদ জামান। এ সিনেমাটিতে পাঁচটি গান রয়েছে। সিনেমাটিতে আরো অভিনয় করেছেন আসিফ আহসান খান, মাসুম বাশার, মিলি বাশার, যোজন মাহমুদ প্রমুখ। সিনেমাটি পরিবেশনা করছে দ্য অভি কথাচিত্র।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF