কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ভেসে যাওয়া নৌকা আনতে গিয়ে বিলের পানিতে ডুবে পাহাড়াদারের মৃত্যু হয়েছে।
উপজেলার পাইকেরছড়া ও বঙ্গ সোনাহাট ইউনিয়নের উপর অবস্থিত পাইকের ছড়া বিলে এ মর্মান্তিক ঘটনা ঘটে। মৃত পাহারাদার মোবারক হোসেন (৬০) এর বাড়ি উপজেলার দক্ষিণ ভরতেরছড়া গ্রামে।আজ বুধবার ১৫ জুন সকাল নয়টার দিকে বিলে জাল ফেলে মোবারকের মৃত দেহ উদ্ধার করা হয়েছে।
স্থানীয় লোকজন জানায়, গত মঙ্গলবার (১৪ জুন) পাহাড়াদার মোবারক হোসেন নিজ বাড়িতে যান। ভাত খাওয়া শেষে রাত নয়টার দিকে বিলে ফিরে এসে মোবারক দেখেন বৃষ্টি ও বাতাসে ঘাটের নৌকা বিলের মাঝখানে চলে গেছে। এ অবস্থায় মোবারক তার গায়ের জামা কাপড় খুলে পাড়ে রেখে সাতার কেটে নৌকা আনতে যায়। ধারনা করা হচ্ছে তখনই পানিতে ডুবে সলিল সমাধি হয়েছে মোবারকের। বিলে মোবারকের অনুপস্থিতি দেখে স্থানীয় মানুষ জনের সন্দেহ হয় তিনি পানিতে ডুবে মারা গেছেন। এরপর লোকজন বিলে জাল ফেলে খোজাখুঁজির এক পর্যায়ে তার মরদেহ বিল থেকে উদ্ধার করে। তিনি আট হাজার টাকা মাসিক বেতনে ওই বিলে পাহারাদার হিসাবে দায়িত্ব পালন করতেন।
ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় কোন অভিযোগ না থাকায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF