ব্যাপক উৎসাহ উদ্দিপনায় কোন অপ্রীতি ঘটনা ছাড়াই নীলফামারী সদর ইউনিয়ন খোকশাবাড়ী ইউনিয়নের জনগন নৌকা প্রতিক প্রার্থী প্রশান্ত রায়কে বিজয় করল।আজ (১৫ জুন) বুধবার সকাল ৮ টা থেকে শুরু হয়ে বিকেল চারটা পর্যন্ত একটানা বিরতিহীন ভাবে
ভোট চলে।
নির্বাচনে যদিও ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করে তার মধ্যেও চঁশমা প্রতিক প্রার্থী আশফাউদৌলা সিদ্দিকী খোকন ও আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রার্থী প্রশান্ত রায় সাথে তীব্র প্রতিদ্বন্দ্বীতা চলে।
ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ছিল ১৯ হাজার সাতশত ৯১ টি, ভোট কেন্দ্র দশটি মোট বৈধ ভোট কাউন্ট হয় ১৬ হাজার পাঁচটি,ভোট বাতিল হয় ২৩ টি।নৌকা প্রতিক পায়,৪৯২০ ভোট,তার নিকট তম প্রতিক চশমাঁ পায়,৪১৬১ ভোট,অন্য প্রার্থীর ভোট সংখ্যা এক হতে তিন হাজারের মধ্যে।
তবে লক্ষ্যনীয় বিষয় ছিল ভোট কেন্দ্রের লাইনে দাড়িয়ে থাকা মহিলা ভোটার দের উপচে পরা ভির। রিটার্নিং অফিসার আফতাব উজ জামান নৌকার প্রতীক প্রার্থীকে বেসরকারি ভাবে বিজয় হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।উল্লেখ্যদীর্ঘ এগার বৎসর পর ইউপি নির্বাচন অনুষ্ঠিত হল।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright © 2025 বাংলাদেশ প্রতিদিন খবর. All rights reserved.