বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড ২০২১ পাওয়ায় নরসিংদীর প্রবীন সাংবাদিক দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি ও সম্মিলিত সামাজিক আন্দোলন জেলা শাখার সভাপতি নিবারণ রায়কে সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল (১৩ জুন) সোমবার বিকালে সম্মিলিত সামাজিক আন্দোলন নরসিংদী জেলা, সদর উপজেলা ও শহর কমিটির পক্ষ থেকে এই সংবর্ধনা দেয়া হয়।
শহরের স্টেশন রোডে সম্মিলিত সামাজিক আন্দোলন জেলা শাখার অস্থায়ী কার্যালয়ে এই সংবর্ধনা দেয়া হয়। এসময় নিবারণ রায়কে সম্মাননা ক্রেস্ট প্রদান ও ফুলেল শুভেচ্ছায় অভিনন্দন জানানো হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সম্মিলিত সামাজিক আন্দোলন জেলা শাখার সিনিয়র সহ সভাপতি রায়পুরা কলেজের অবসর প্রাপ্ত অধ্যক্ষ আমজাদ হোসেন। এসময় ঢাকা বিশ্ব বিদ্যালয়ের সিনেট সদস্য রঞ্জিত কুমার সাহা, অধ্যক্ষ অহিভূষণ চক্রবর্তী, সম্মিলিত সামাজিক আন্দোলন জেলা শাখার সাধারণ সম্পাদক আজাহার উদ্দীন, সদর শাখার সভাপতি সুপদ কুমার সাহা, সাধারণ সম্পাদক টিএইচ আজাদ, শহর কমিটির সভাপতি দিলীপ কুমার সাহা, সাধারণ সম্পাদক জব্বার মিয়া, জেলা কমিটির অর্থ বিষয়ক সম্পাদক রতন কুমার চক্রবর্তী প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright © 2025 বাংলাদেশ প্রতিদিন খবর. All rights reserved.