ভারতীয় টেলিভিশনের কালজয়ী শো সিআইডির ইনস্পেক্টর সচিনকে চেনেন না এমন দর্শক খুঁজে পাওয়া দুস্কর! মুহূর্তেই যিনি সমস্ত জটিল কেস সমাধান করে ফেলতেন! অথচ বাস্তবে নিজেই হলেন ছিনতাইয়ের শিকার!
হ্যাঁ, সিআইডির সচিন খ্যাত অভিনেতা হৃষিকেশ পাণ্ডে মহাবিড়ম্বনায়। ছিনতাইয়ের শিকার হয়ে তাকে নিয়ে হাসাহাসি সোশ্যাল মিডিয়ায়! পরিবারের সঙ্গে ঘুরতে বেরিয়েছিলেন অভিনেতা। বাস থেকে অভিনেতার স্লিং ব্যাগে রাখা নগদ-সহ জরুরি কাগজপত্র চুরি হয়ে গিয়েছে!
সম্প্রতি কোবালা থেকে বাসে করে তারদেও যাচ্ছিলেন হৃষিকেশ, সেই সময়ই ঘটে এই ঘটনা। এ বিষয়ে অভিনেতা জানান, ‘আমরা সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ বাস ধরি। এরপর বাস থেকে নেমে দেখলাম আমার স্লিং ব্যাগের ভিতর নগদ টাকা, আমার আধার কার্ড, প্যান কার্ড, গাড়ির কাগজপত্র কিছুই নেই। আমি তৎক্ষণাত কোবালা থানায় জানাই ঘটনা, মালাড পুলিশকেও খবর দিই’।
পর্দায় এইরকম সব মামলার সমাধান নিমেষেই করে ফেলতেন ইন্সপেক্টর সচিন, সিআইডি ইন্সপেক্টর নিজেই এবার চোরেদের কবলে। সচিনের কথায়, ‘আশা করি পুলিশ এই মামলাটার সমাধানসূত্র খুঁজে পাবেন’।
কদিন আগেই সিআইডি টিমের রি-ইউনিয়নের অংশ হয়েছিলেন হৃষিকেশ। দয়ানন্দ শেট্টি (ইন্সপেক্টর দয়া), আদিত্য শ্রীবাস্তব (সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ), দীনেশ ফাদনিস (ইন্সপেক্টর ফ্রেডরিকস), শ্রদ্ধা মুসলে (ডা. তারিকা)-রা একছাদের তলায় এসে চুটিয়ে পার্টি করেন। সেখানেই হাজির ছিলেন হৃষিকেষও। – হিন্দুস্তান টাইমস
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF