বৃহস্পতিবার, ০১ Jun ২০২৩, ১২:৩৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
প্রকাশক ও সম্পাদক : মোঃ বিল্লাল হোসেন। সহ সম্পাদক : শাহরিয়ার রিপন। আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট রাসেল । ব্যবস্থাপনা সম্পাদক: কাজী মোস্তফা রুমি । যোগাযোগ : ০৩১-৭২৮০৮৫, ০১৮১১৫৮৮০৮০ মেইল: bdprotidinkhabor@gmail.com জহুর উল্লাহ বিল্ডিং (৩য় তলা), পানওয়ালা পাড়া, চৌমুহনী, উত্তর আগ্রাবাদ ১২৭৭, চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
কিয়েভে আকাশ হামলায় নিহত ৩ আমি কে সাংবাদিকরা এখনও জানে না: কুবির ছাত্রলীগ নেতা টাঙ্গাইলের নাগরপুরে পানান বাজার পরিদর্শনে মানবতার চেয়ারম্যান মোঃ কুদরত আলী টাঙ্গাইলের নাগরপুরে সূর্য শিক্ষা পরিবারের মডেল টেস্ট শুরু ভেজাল মশলা তৈরী মালামল জব্দসহ ১০ জন ব্যবসায়ী আটক টাঙ্গাইলে নাগরপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল নাগরপুর উপজেলা আ’লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় জননেতা তারেক শামস্ খান হিমু নাগরপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা টাঙ্গাইলের নাগরপুরে গণসংযোগ করলেন আলহাজ্ব জাকিরুল ইসলাম উইলিয়াম দেলদুয়ার উপজেলার এলাসিনে মতবিনিময় করলেন আলহাজ্ব জাকিরুল ইসলাম উইলিয়াম

কি ভাবছেন টাইগার ক্যাপ্টেন রিয়াদ, মুশফিক, মিরাজকে নিয়ে

স্পোর্টস ডেস্কঃ

কারো মত মাহমুদউল্লাহ রিয়াদ বিশ্বকাপ বিবেচনায় আছেন। আবার কেউ কেউ বলছেন, রিয়াদ টিম ম্যানেজমেন্টের বিশ্বকাপ ভাবনায় নেই। হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে অবশ্য বলে রেখেছেন, রিয়াদ আর আফিফ দু’জনই আছে বিশ্বকাপ ভাবনায়।

অধিনায়ক তামিম ইকবালও স্বীকার করলেন, রিয়াদ তাদের বিশ্বকাপ ভাবনায় আছে। তামিমের কথা, ‘আমি এটা নিয়ে অনেক কথা শুনছি যে, এটা কী হচ্ছে না হচ্ছে; কিন্তু আমার মনে হয় রিয়াদ ভাই অবশ্যই অবশ্যই আমাদের পরিকল্পনা আছেন।’

শুধু তিনি একা নন। প্রিমিয়ার লিগে ভালো খেলা আরও কয়েকজন ক্রিকেটারের দিকেও চোখ আছে তাদের। তা জানিয়ে তামিম বলেন, ‘উনি (রিয়াদ) একা নন, এই মুহূর্তে যে দলে নেই প্রিমিয়ার লিগে ভালো করছে; আমরা ওদের নিয়ে অবশ্যই কথাবার্তা বলছি।’

তামিমের কন্ঠে পরিস্কার ইঙ্গিত, ‘এশিয়া কাপেই মিলবে বিশ্বকাপ স্কোয়াডের দেখা। দলের জন্য সেরা যেটা হবে সেটাই করবো। একটা আইডিয়া পেয়ে যাবেন, যখন আমরা বিশ্বকাপ খেলবো। ওই যে স্কোয়াডটা আমরা করবো, অনেকটা সেটাই হবে বিশ্বকাপের স্কোয়াড যদি কেউ চরমভাবে ব্যর্থ অথবা ইনজুরিতে না পড়ে। তাছাড়া আমার মনে হয় না ওরকম কোনো পার্থক্য হবে।’

মেহেদি হাসান মিরাজকে সাত নম্বরে খেলানো নিয়ে কথা বলতে গিয়ে বাংলাদেশ অধিনায়ক বলে দিয়েছেন, ‘সাত নম্বর পজিসন খুবই গুরুত্বপূর্ন জায়গা। মিরাজ সেখানে তার সামর্থ্য ভালোভাবে দেখিয়েছে। ভারত সিরিজে তার একক ব্যাটিংয়েই জিতেছে বাংলাদেশ। ওই সুবিধা আমরা পাই, তাকে খেলালে ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংটাও পাই।’

মুশফিকুর রহিমের ছয় নম্বরে খেলা নিয়েও অধিনায়ক তামিম নিজের ভাবনার কথা জানিয়েছেন। বুঝিয়ে দিয়েছেন আপাততঃ মুশফিকের ব্যাটিং পজিসন ছয়। তবে সে ছয়ে ব্যাটিং করছে, কোনো কিছুই স্থায়ী না। মুশফিক চারে নাকি পাঁচে ব্যাটিং করতে পারবে- সেটাও খেলার পরিস্থিতি অনুযায়ী আসলে সেটি নির্ধারণ হবে।

আরো কয়েকটা সিরিজ আছে, আমরা দেখব। তবে আপাতত তার পজিশন ৬ নম্বরে। অবশ্যই সে খুব অভিজ্ঞ ক্রিকেটার। অভিজ্ঞতা অনেক কিছু ম্যাটার করে, বিশেষ করে ৫০ ওভারের ক্রিকেট। সে ২৫০ এর বেশি ম্যাচ খেলেছে, দলের অনেক গুরুত্বপূর্ণ অংশ। আমরা যখন তাকে ৬ নম্বর পজিশনের কথা বলেছি, সে বলেছে ‘ওকে’। এটা যদি কেউ মন থেকে না চায়, তখন সেটা অনেক কঠিন। সর্বশেষ সিরিজে আমরা দেখেছি, সে কতটা ভালো খেলেছে।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com